মানুষ এখন আর অন্ধকারে যেতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বন্দুকের নল নয়- আওয়ামী লীগ জণগণের ভোটে ক্ষমতায় আসে। সামনে নির্বাচন আসছে, সবাইকে ভোটের জন্য প্রস্তুত হতে হবে। বাংলাদেশের মানুষ এখন আলোকিত বাংলাদেশ দেখে ফেলেছে তারা এখন আর অন্ধকারে যেতে চায় না। তিনি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় দড়িয়ারপাড় ঈদগাহের নির্মান কাজ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ অতীতে অগ্নিসন্ত্রাস, সন্ত্রাস, জঙ্গিবাদ দেখে ফেলেছে- তারা আর অন্ধকারে ফিরে যেতে চায় না। সারাদেশের মানুষের একটিই কথা- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো নৌকা মার্কা নিয়ে ক্ষমতায় আসবেন, দেশ পরিচালনা করবেন।
অনুষ্ঠানে কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল হাশেম খান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এএজেড
