ক্রাচে ভর করে বিএনপির মিছিলে শ্লোগান তুলছিলো ইলিয়াস
সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর সোনাদিঘির মোড়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজশাহী বিভাগীয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করতে যোহারের নামাজের পরপরই নগরীর সোনাদিঘি মোড়ে জড় হতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা। দলীয় ব্যানার নিয়ে সমাবেশস্থলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করছিলো তারা।
কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপবিষ্ট হওয়ার কিছুক্ষণ পরই দেখা গেলে নওগাঁ জেলা ইউনিটের একটি মিছিল সমাবেশস্থলে এগিয়ে আসছে। যেখানে নেতৃত্ব দিচ্ছিলো ক্রাচে ভর করে আসা এক প্রতিবন্ধী কিশোর। তার বিপ্লবী শ্লোগান ও ক্রাচে ভর দিয়ে সমাবেশের মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য নজর কাড়ে কেন্দ্রীয় নেতাদেরও। এমন দৃশ্য এর আগে বিএনপির কোন সমাবেশেই দেখা যায় নি।
এই কিশোরের নাম ইলিয়াস হোসেন (২১)। সে নগরীর একটি সরকারি কলেজের বিএ-এর শিক্ষার্থী। সে নওগাঁ জেলার বাসিন্দা। জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, একটি সড়ক দুর্ঘটনার পর তাকে পা হারাতে হয়েছে। তিনি ছাত্রদলের নওগাঁ জেলার একটি ইউনিয়নের সভাপতি। বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতেই শুধু প্রতিবন্ধীতা নয়, আরও অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমাবেশে এসেছেন।
তার দাবি, বর্তমান সরকারের অধীনে দেশে ভোট দেওয়ার অধিকার নেই। তিনিও জীবনের প্রথম ভোট দিতে পারেন নি। শুধু এটাই নয়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন নাজেহাল। একারণেই তিনি রাজপথে ছুটে এসেছেন। এ জন্য জীবনেরও পরোয়া করেন না তিনি। আর বিএনপি তার আবেগ ও ভালোবাসা।
বিএনপির এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশের প্রধান বক্তা ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মো. মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন, বিএনপি রাজশাহী মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী ঈশা। সঞ্চালনায় ছিলেন, নগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ ও জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার। এসসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এএজেড