ঠাকুরগাঁও উপ-নির্বাচন, রাত পোহালেই ভোট

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবরকম প্রস্তুতির পাশাপাশি আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী) উপজেলা প্রশাসনের তত্বাবধানে দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জমাদী।
উপজলা প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের কাছে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারসহ আইনশৃংখলাবাহিনীর সদস্যরা কেন্দ্রের মালামাল বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌছে যাচ্ছেন।
জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। যার ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৪১জন। এর মধ্যে পুরষ- ১ লাখ ৬৫ হাজার ২১০ জন, নারী- ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।
এ আসনটিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির মোঃ ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা), জাকের পাটির এমদাদুল হক (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম (টেলিভিশন)।
এএজেড
