জনসভায় যোগ দিতে বিশেষ ট্রেনে আসছেন নেতা-কর্মীরা
আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় জনসভায় যোগ দিতে বিশেষ ট্রেনে আসছেন বিভিন্ন জেলার নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের জনসভার জন্য ৭টি বিশেষ ট্রেন চলাচল করছে। এসব ট্রেনগুলো সারাদিন রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালারচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে বলে জানিয়েছেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে রাজশাহী রেল স্টেশন ও বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন। ফলে এলাকাগুলো লোকে লোকারণ্য হয়েছে। রেল স্টেশনে বাস টার্মিনাল থেকে সরাসরি মাদ্রাসা মাঠে চলে যাচ্ছেন নেতা-কর্মীরা। মাদ্রাসা মাঠ নেতা-কর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে উঠেছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু জানান, রাজশাহীর সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে রাজশাহীতে প্রচুর মানুষ এসেছে। তাদের মধ্যে বেশির ভাগ মানুষ বাসযোগে এসেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনগুলো বিভিন্ন জয়গা থেকে ছেড়ে আসছে। এছাড়া রাজশাহী থেকে বিভিন্ন রুটে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। সিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। আর বিশেষ সাতটি ট্রেন শুধুমাত্র আজকেই চলবে।
এসআইএইচ