রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

'তৌহিদুল ইসলাম ইজ ভেরি গুড অফিসার': পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'তৌহিদুল ইসলাম ইজ ভেরি গুড অফিসার'। তিনি বলেন একটি দল তৌহিদুলের বিপক্ষে 'লেগেছে'। তৌহিদের প্রতি নিজের সমর্থন জানিয়ে তিনি বলেন, যতোদিন (মন্ত্রী হিসেবে) আছি, ততোদিন তৌহিদুলকে ডিফেন্ড (আগলে রাখা) করে যাবো।

আজ শনিবার (২১ জানুয়ারি) তিনি সকালে সিলেটে সুরমা নদীর চর খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চাঁনপুর খেয়াঘাট এলাকায় এই কাজের উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, গত বছরের জুলাই থেকে গুরুত্বপূর্ণ ভিয়েনা মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ শূন্য। এই পদে কূটনীতিক মো. তৌহিদুল ইসলামকে রাখতে চায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রস্তাবনা ভিয়েনায় পাঠানো হয়। কিন্তু অস্ট্রিয়া সরকার রাষ্ট্রদূত হিসেবে তৌহিদুল ইসলামকে গ্রহণ করতে রাজি হয়নি।

পরে গত ১৯ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী মোমেন অস্ট্রিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি চিঠি লিখেন। তিনি তৌহিদুলকে গ্রহণ করতে অনুরোধ জানান। কিন্তু তারপরও ভিয়েনা থেকে তৌহিদুলকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করা হয়নি।

তৌহিদুল ইসলাম যখন ইতালির মিলানে কনসাল জেনারেল হিসেবে কর্মরত ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে অধস্থন এক নারী সহকর্মীর সঙ্গে গুরুতর অসদাচরণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে রাষ্ট্রদূত হিসেবে ভিয়েনা গ্রহণ করছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তৌহিদুলকে গ্রহণ না করায় অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদটি আপাতত খালিই থাকছে। তৌহিদুল বর্তমানে সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

আজ সিলেটে তৌহিদুল ইসলামকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, বর্তমানে সে (তৌহিদুল) আমাদের অ্যাম্বাসেডার ইন সিঙ্গাপুর। তাকে আমরা ভিয়েনাতে দিতে চাই। সেখানে যেয়ে মাল্টিন্যাচারাল কাজ আছে আমাদের ধারণা।

মোমেন বলেন, 'সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয়, তখন সারা বাংলাদেশের মধ্যে সে প্রথম হয়। তারপরে সে তার ব্যাচের ফার্স্টবয় ছিল। অত্যন্ত ভালো, তুখোড় ছেলে। এখন ওরে টেনে কিভাবে নামানো যায়, তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজন, তারই বন্ধুবান্ধবরা কন্টিনিউয়াসলি....'

মন্ত্রী বলেন, 'বাংলাদেশ চারটা বড় বড়, ইউএনওতে চারটা বড় রিকগনিশন নেয়। একটা হচ্ছে শান্তি ও সংস্কৃতি। আর দুটো বড়, একটা হচ্ছে অটিজমের ওপর একটি এবং আরেকটি হচ্ছে মানুষের ক্ষমতায়ন। এই দুটোতে এই ছেলে (তৌহিদুল) প্রথম কাউন্সেলর ছিল ইউএনওতে এবং সে অসম্ভব তুখোড় ছেলে'।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'কিন্তু তার (তৌহিদুল) শত্রু আছে। শত্রু ওখানে গিয়ে, সে যখন মিলানে কনসাল জেনারেল ছিল, কনসাল জেনারেল থাকা অবস্থায় কোনো একটা মেয়েকে তার পেছনে লাগিয়ে দেয়। লাগিয়ে দিয়ে একটা কেলেংকারির চেষ্টা করে। তখন তাকে উহ্য করা হয়, সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন করা হয়, সরকারের অনেক টাকা, আপনাদের টাকা খরচ করা হয়। পরে দেখা যায় এক্কেরে বানোয়াট। তারপর তার প্রমোশন হয়, তারপর অ্যাম্বাসেডার হয়। এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল, তারই বন্ধুবান্ধব হবে। আর না হয় পত্রিকায় এগুলো গেল কিভাবে? হি ইজ অ্যা ভেরি গুড অফিসার। আমি যদ্দিন আছি, আই উইল ডিফেন্ড হিম'।
এএজেড

Header Ad
Header Ad

মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত

ছবি: সংগৃহীত

মালির পশ্চিমাঞ্চলে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, ধসে পড়া সোনার খনিটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, তবে স্থানীয়রা অবৈধভাবে সেখানে সোনার খোঁজ চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশের এক সূত্র জানায়, “শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিটি ধসে পড়ে। এতে ৪৮ জন নিহত হয়েছেন। কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন, যার পিঠে তার ছোট্ট শিশুটি বাঁধা ছিল।”

স্থানীয় এক সরকারি কর্মকর্তা এবং কেনিয়েবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন ও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে, বলে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান।

প্রসঙ্গত, মালির অর্থনীতি মূলত স্বর্ণ উৎপাদনের ওপর নির্ভরশীল, তবে সেখানে অবৈধ খনন কার্যক্রমের কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। আফ্রিকার অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে মালি একটি, যেখানে হাজারো মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনভাবে স্বর্ণ উত্তোলন করে থাকেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ধসে পড়া খনিটি একসময় চীনের একটি কোম্পানি পরিচালনা করত। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও, সেখানে অবৈধভাবে খনন কাজ চলছিল। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও তা ঠেকানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রতিবছর মালিতে এমন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। তবে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি

নিজেদের জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এই টুর্নামেন্টের জন্য রোববার নিজেদের জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওর মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের জার্সি প্রকাশ করেছে তারা। ভিডিওতে জার্সি গায়ে চড়িয়ে পোজ দিয়েছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

জার্সি বরাবরের মতোই লাল-সবুজ রং প্রাধান্য পেয়েছে। আর নিচের দিকে সোনালী রংয়ে আছে বাঘের মুখচ্ছবি।

ছবি: সংগৃহীত

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি একই মাঠে স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

Header Ad
Header Ad

‘হজযাত্রী প্রতি অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’

নির্বাচনের প্রার্থীপ্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার। ছবি: সংগৃহীত

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রার্থীপ্যানেলপ্রধান সৈয়দ গোলাম সরোয়ার প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি নির্বাচিত হলে হজযাত্রীদের কাছ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করবেন এবং তা ‍সবাই মিলে ভাগ করে নেবেন।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তার এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

হাব সদস্যরা বলেন, ‘আমরা আল্লাহর মেহমানদের সেবা করার কাজে নিয়োজিত। এটি শুধু ব্যবসা নয়, আমাদের জন্য একটি পবিত্র দায়িত্ব। তবে সৈয়দ গোলাম সরোয়ারের সিন্ডিকেট করে হজযাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়ের পরিকল্পনা গ্রহণ করা মানে হলো এই পবিত্র কাজকে কলুষিত করা। সাধারণ হজ এজেন্সির মালিকরা এমন ঘৃণিত কাজ হতে দেবে না।’

হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল। আমরা গোলাম সরোয়ারের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হজযাত্রীদের প্রতি এমন অনাচারের পরিকল্পনা আল্লাহ সহ্য করবে না।’

হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, ‘আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোরবিরোধী। আমরা তা হতে দেব না।’

সিন্দবাদ ট্যুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল। গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক। তিনি সবসময় ব্যবসায় সিন্ডিকেট করেন। এর আগে সৌদি ভিজিট ভিসা এবং মালয়েশিয়ার সিন্ডিকেটে তার হাত ছিল।’

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত
কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি
‘হজযাত্রী প্রতি অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’
হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি: অবস্থান কর্মসূচির ঘোষণার পর খুলল ৬ জলকপাট
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির অভিযোগে দুটি স্টল বন্ধ
ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর নামে লাইভে এসে কাপড় বেচলেন পরীমণি
উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে
দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান
বিদ্রোহ থেকে সরে এলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না সাবিনারা
প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ
নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা, গৃহযুদ্ধের আশঙ্কা ব্যারিস্টার মামুনের
গান গাইতে গাইতেই মারা যেতে চান আশা ভোঁসলে
ইলন মাস্কের ইন্টারনেট বাংলাদেশে: সুবিধা কি, খরচ কত?  
ভারতের তামিলনাড়ুর শতবর্ষী ম্যাগাজিনে মোদির ব্যঙ্গচিত্র, ওয়েবসাইট ব্লক নিয়ে বিতর্ক
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
আখেরি মোনাজাতে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা
পুলিশ নয় নাট্যকর্মীদের একটা অংশ উৎসবের বিরোধিতা করে: ফারুকী
পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২৫ লাশ উদ্ধার