চট্টগ্রামে শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের সঙ্গে আসমা আজমেরী

বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের তত্ত্বাবধানে পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের সঙ্গে বিদেশ ভ্রবমণের অভিজ্ঞতা বিনিময় করলেন বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের নাসিরাবাদের হিলভিউয়ে অবস্থিত এ শিশু বিকাশ কেন্দ্রে তিনি শিশুদের সঙ্গে সময় কাটান।
তিনি ১৪২টি দেশে ভ্রমণ করে যেসব অভিজ্ঞতা অর্জন করেছেন তা শিশুদের বলেন। একপর্যায়ে আজমেরী শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের কাছ থেকে ১০টি করে দেশের নাম জানতে এবং ভ্রমণে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে জাতিতাত্ত্বিক জাদুঘর, আগ্রাবাদ, চট্টগ্রামের উপপরিচালক ড. মো. আতাউর রহমান বক্তব্য রাখেন। তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘পৃথিবীতে যদি বরণীয় স্মরণীয় হতে চাও তাহলে অবশ্যই তোমাদের কিছু গুণ অর্জন করতে। আর তা হলো পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য হৃদয়ে ভালোবাসা তৈরি করতে হবে। আর সেটি শুরু করতে হবে ঘর বা পরিবার থেকে। এক কথায় আমরা নিজেরা ভালোবাসায় সিক্ত থাকব এবং অন্যকে ঋদ্ধ করব; এটাই হবে অঙ্গীকার।’
এ ছাড়া তিনি শিশু বিকাশ কেন্দ্রের ছাত্র-শিক্ষকদের জাতিতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানান।
বিশ্বপর্যটক কাজী আসমা আজমেরী শিশুদের মাঝে আসায় এবং এধরনের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এ কর্মকর্তা।
এসএন
