বিদেশি অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে বিদেশি অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে নাফ নদীর টেকনাফের কেকে পাড়ার খালের মোহনায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ আয়ুব। এসময় উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১১৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৩৮৫ প্যাকেট বার্মিজ চা পাতা।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় অভিযানে এ রোহিঙ্গাকে আটক করা হয়।
টেকনাফের মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে তার মা, বাবা ও আত্নীয় স্বজন বসবাস করায় সে প্রায় বাংলাদেশ-মিয়ানমারে যাতায়াত করে থাকে। এ ব্যাপারে মামলা করে আয়ুবকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
এএজেড
