নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি সোমবার সকালে শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় সমাবেশে মিলিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ তেল, চাল, ডালসহ সবকিছুর দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষ আজ কষ্টে দিন পার করছে। মানুষ পেট ভরে খেতে পারছে না। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়োবানা মামলা দিয়ে আটক করা হচ্ছে। নেতাকর্মীদের আটকের মাধ্যমে তাদের এই আন্দোলনকে ঠেকানো যাবে না। ১০ দফা দাবি মেনে নিয়ে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান তারা।
অপরদিকে একই দাবিতে সোমবার বেলা ১১টায় নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বাসষ্ট্যান্ড অভিমুখে বের হলে পুলিশি বাধার মুখে পরে। সামনে এগোতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও গত একাদ্বশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা প্রমুখ। এছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও অনুরুপ কর্মসূচী পালন করে উপজেলা ও পৌর বিএনপি।
এএজেড