তুরস্কে বরফের তীব্র ঠাণ্ডায় সুনামগঞ্জের যুবকের মৃত্যু
পরিবারের স্বপ্ন পূরণ ও নিজের ভবিষ্যৎ গড়াতে ইরানে গিয়েছিলেন সুনামগঞ্জের তানিল আহমদ (২২)। সেখান থেকে আরও আয়ের আশায় অবৈধপথে গ্রিসে পারি দিতে ইরান থেকে তুরস্কে যাওয়ার পরিকল্পনা ছিল তার। পরিকল্পনা মোতাবেক ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র ঠাণ্ডায় অসুস্থ হয়ে সোমবার (৯ জানুয়ারি) মর্মান্তিক মৃত্যু হয় তার।
মারা যাওয়া তানিল আহমদ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
বুধবার (১১ জানুয়ারি) তানিলের মৃত্যুর বিষয়টি ঢাকাপ্রকাশ-কে নিশ্চিত করেন শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন। তিনি বলেন, এভাবে অবৈধ পথে বিদেশ যাওয়ার চেয়ে না খেয়ে থাকা অনেক ভালো। কেউ যেন এভাবে অবৈধভাবে বিদেশ না যায় সেই আহ্বান করছি।
জানা যায়, গত কয়েক মাস আগে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে ইরানে গিয়েছিলেন তানিল আহমদ। তার স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে সুখে-শান্তিতে জীবনযাপন করবে। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠাণ্ডায় মারা যাওয়ায় তার সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল।
এদিকে তানিলের মৃত্যুর খবর শুনে তার পরিবার-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। ছেলের জন্য মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে ৷ শুধু তার পরিবারই নয় তানিলের মৃত্যুতে পুরো এলাকায় এখন শোকের ছায়া বইছে। তানিল আহমদ ছিলেন ৫ ভাইয়ের মধ্যে সবার বড়।