মহেশখালীতে মদ-অস্ত্রসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের মহেশখালী উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে চোলাই মদ, মদ তৈরির উপাদান (ওয়াশ) এবং বন্দুক ও কার্তুজসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের চৌচালা নামক পাহাড়ের গহীন এলাকায় অভিযানে চালিয়ে এসব উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মহেশখালী পৌরসভার পুটিবিলা দাসিমাঝি পাড়ার মৃত নুর আহমদের ছেলে নাছির উদ্দীন (৪১), ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের জ্যোতিষ দে’র ছেলে দুলাল দে (৩৮), বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গা পাড়া গ্রামের জোনাব আলীর ছেলে জসিম উদ্দীন (৩৬) এবং মনুমিয়া সিকদার পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মোহাম্মদ শরীফ (৫৫)।
অভিযানে প্রস্তুতকৃত ১৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির ৩০০ লিটার উপাদান (ওয়াশ), ওই কারখানার পাহারার কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, দুটি ধারালো দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ মহেশখালীর পাহাড়ের গভীরে চোলাই মদ প্রস্তুত করে মহেশখালী-কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল চক্রটি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নাছির উদ্দিনের বিরুদ্ধে ৩টি মাদকের মামলাসহ ৪টি মামলা, জসীম উদ্দীনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি এবং দুলাল দে’র বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এসজি
