দোয়ারা বাজারে ফলন্ত ফসল নষ্ট করল প্রতিপক্ষ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় কৃষক নুরুজ্জামানের প্রায় ১৫ শতাংশ জমির বেগুনের চারা তুলে ফেলে ফলন্ত ফসল নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেঙ্গেরগাওঁ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরিবারটি সোমবার (৯ জানুয়ারি) ফসল নষ্টের বিচার চেয়ে একই গ্রামের ছয়জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, নুরুজ্জামান তার নিজের দখলীয় কৃষি জমিতে সোমবার(৯ ডিসেম্বর) সকাল ৮ টা মধ্যে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আয়াত আলী, মোহাম্মদ আলী, ফয়সাল মিয়া, বাতেন মিয়া, জাকির হোসেন, কবির মিয়া চারা তুলে ফেলে ১৫ শতাংশ জমির বেগুন সম্পূর্ণ নষ্ট করে চলে যায়।
ভুক্তভোগী নুরুজ্জামান বলেন, আমার রোপণ করা ফলন্ত বেগুন গাছ জমির ফসল নষ্ট করছে, সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অন্যায় ভাবে ফসলী জমি নষ্ট করছে।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আয়াত আলী অভিযোগ অস্বীকার করে জানান স্থানীয় মেম্বারসহ এলাকাবাসী জানেন জমি আমার,সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
দোয়ারাবাজার থানার এএসআই তাইজ উদ্দিন বলেন, 'অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেব'।
এএজেড