কক্সবাজারে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতাসহ দুইজনের মৃত্যু

কক্সবাজারে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার পর কক্সবাজার শহরের বাস টার্মিনাল বিজিবি ক্যাম্প এলাকায় ও রাত ৭টার দিকে জেলার উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মিজান (২৭) মহেশখালী উপজেলার কুতুবজোম ইউপির খোন্দাকার পাড়ার আনছার উল্লাহর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক (টমটম)।
শনিবার ( ৭ জানুয়ারি) রাত ১০টার কিছু সময় পর টমটম নিয়ে টার্মিনাল যাওয়ার পথে বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে মিজান। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। মোবাইলটি উদ্ধারের জন্য ধাওয়া করে ছিনতাইকারীদের ধরতে চাইলে মিজানের কোমড়ের নিচের অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় ও পথচারীরা আহত অবস্থায় মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শহর থেকে বাস টার্মিনালগামী টমটমের সামনের সিটে চালকের পাশে বসে মোবাইল টিপাটিপি করছিল মিজান। এ সময় বিজিবি ক্যাম্প এলাকার মেইন রোডে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে টার্গেট করে গাড়ি থামিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। পরে মিজান তাদের ধাওয়া করে পাশের সরু গলি পর্যন্ত গেলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে রাত ৭টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) নিহত হন।
নিহত রোহিঙ্গা নেতার নাম মোহাম্মদ রফিক।তিনি ১৫ নম্বর ক্যাম্পের প্রধান নেতা ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুর্বৃত্তের হামলায় এক রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ রোহিঙ্গা ক্যাম্পে তৎপর রয়েছে।
এসআইএইচ
