হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শুকানাদি গ্রামের আব্দুল হান্নানের ছেলে প্রবাসী আ. সালাম মিয়া (৩৫), সিয়াব মিয়া (১৩), সাফিয়া বেগম (২০), সাফিয়া বেগমের মেয়ে হাবিবা জান্নাত (১) ও দশভাগ গ্রামের মাইক্রোচালক সাদির আলী (৩৫)।
আহতরা হলেন- রাজু মিয়া ও নূর ইসলাম। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান, মাইক্রোবাসে করে ঢাকা থেকে বিদেশ ফেরত যাত্রীকে নিয়ে মৌলভীবাজার আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি শাহপুরে পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাক ও পিক-আপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে দুইজন মারা যায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।
এসএন