গাইবান্ধা-৫ আসনে নৌকা প্রার্থীর জয়
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিপন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির (জাপা) অ্যাড. গোলাম শহীদ রনজু লাঙল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।
বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের জন্য বিজিবি, র্যাবের মোবাইল টিম, পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টিম যথারীতি দায়িত্ব পালন করেছেন। যার ফলে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে গত ১২ অক্টোবর ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ সেটি বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার (ইসি)। ফের কমিশনের সিদ্ধান্তে আজ ৪ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এসজি