গাইবান্ধা-৫ আসনে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনের বহুল আলোচিত উপ-নির্বাচনে আজ ২ জানুয়ারী সোমবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। আগামী ৪ জানুয়ারী অনুষ্ঠিত হবে গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনের স্থগিতকৃত উপ-নির্বাচন। বহুল আলোচিত এই উপ-নির্বাচনের শেষ মূহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে দিন-রাত ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনটি শূণ্য ঘোষণা করে ২০২২ সালের ১২ অক্টোবর উপ-নির্বাচনের দিন ঘোষণা করেন নির্বাচন কমিশন। ভোটের দিন অনিয়মের অভিযোগ এনে সবগুলো কেন্দ্রের নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন। বিষয়টি তদন্ত করতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। আলোচিত এই উপ-নির্বাচনটি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে আগামী ৪ জানুয়ারী ভোটের নতুন তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
প্রার্থীরা তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে দিন-রাত ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। দল বেঁধে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ভোটাদের মন জয় করতে নানাভাবে মাইকে গান-বাজনার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও দিচ্ছেন নানা ধরণের উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটারা অবশ্য এলাকার উন্নয়নের জন্য যে প্রার্থী বেশী কাজ করতে পারবেন বলে মনে করেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন।
সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে মিলে ভোটার রয়েছেন তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৫৮৩ এবং নারী ভোটার এক লাখ ৭০ হাজার ১৬০। সাঘাটা উপজেলায় ৮৮টি এবং ফুলছড়ি উপজেলায় ৫৭টি সহ মোট ১৪৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। তবে গত ১২ অক্টোবরের মত এবারও প্রতিটি কেন্দ্র থাকছে ইভিএমে ভোট গ্রহণ ও প্রতিটি কেন্দ্র থাকছে সিসি ক্যামেরার আওতায়। ভোটাদের দাবী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা অবহেলিত দুই উপজেলার উন্নয়ন করবে এমন একজন যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করতে চান।
নির্বাচনের মাঠে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রনজু ছাড়া আর কোন প্রার্থীকেই দেখা যাচ্ছেনা। তবে প্রচার-প্রচারণায় তরুণ আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান রিপন এগিয়ে রয়েছেন। সম্প্রতি তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনে ভরাডুবির ভয়ে গত ১২ অক্টোবর বিরোধী প্রার্থীরা পরস্পর যোগসাজস করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। এর কিছুক্ষণ পরই নির্বাচন কমিশন উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করেন। আমার সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি। তাই আগামী ৪ জানুয়ারী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই অবহেলিত সাঘাটা-ফুলছড়ি উপজেলার মানুষ তাদের উন্নয়নের স্বার্থে আমাকেই নির্বাচিত করবেন।
জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রনজু নির্বাচনে জয় লাভ করবেন বলে মনে করছেন। তিনি বলেন গত ১২ অক্টোবর সীমাহীন কারচুপির কারণে নির্বাচন কমিশন ভোট বন্ধ ঘোষণা করেন। আগামী ৪ জানুয়ারী নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বলে তিনি আশা করেন।
এ উপ-নির্বাচনে ভোটাদের ভোটাধিকার প্রয়োগ করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। সম্প্রতি গাইবান্ধায় প্রশাসন, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি দৃঢ়কন্ঠে বলেন, নির্বাচনে কোন ধরণের শিথিলতা ও অনিয়ম সহ্য করা হবেনা।
সকল আশংকা আর অনিশ্চয়তাকে উড়িয়ে দিয়ে আগামী ৪ জানুয়ারী একটি অবাধ ও নিরপেক্ষ উপ-নির্বাচনের মাধ্যমে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মানুষ তাদের উন্নয়নের কথা মাথায় রেখে একজন যোগ্য নেতাকে নির্বাচিত করবেন বলে মত প্রকাশ করেছেন সচেতন মানুষ।
এএজেড