রাজশাহীতে এবার অটো ও থ্রি হুইলার ধর্মঘট

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে চলমান বাস ধর্মঘটের মধ্যে এবার সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল থেকে জেলা মিশুক-সিএনজি মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দেয়।
সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের গাড়ির লাইসেন্স আছে। কিন্তু তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। তাই তারা বাস মালিকদের বাধা এবং বিআরটিএর হয়রানি বন্ধ এই দুই দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন।
তিনি আরও জানান, বিএনপির সমাবেশের জন্য এই ধর্মঘট ডাকা হয় নি। তাদের দাবি আদায়ে তারা আন্দোলন করছেন। এখন এটার আলোচনা হবে, সমাধান হবে, তারপর ধর্মঘট প্রত্যাহার হবে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন জানান, সমাবেশকে সামনে রেখে বিভিন্নভাবে বাঁধা দেওয়ার অপচেষ্টা হচ্ছে। তবে সকল বাঁধা মাড়িয়ে তারা সফলভাবে সমাবেশ করবেন।
এএজেড
