বরিশালে বিশিষ্টজনদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সভা

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য বিষয়ে বরিশাল বিভাগের বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভা করেছে বিএনপির মিডিয়া সেলের নেতৃবৃন্দ। শুক্রবার (১১ নভেম্বর) বিকালে বিএনপি মিডিয়া সেলের আয়োজনে শহীদ সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের তৃতীয় তলায় সভা কক্ষে এ কর্মসূচি পালিত হয়েছে।
সভায় মিডিয়া সেল আহবায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বিএনপিদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা, শিক্ষক নেতা ও বরিশাল মহানগর জাপা আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড. শহীদ হোসেন, শিক্ষক নেত্রী ও বরিশাল মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, কৃষিবীদ হারুন অর রসিদ, এ্যাড. বিপ্লব কুমার দে, গনমাধ্যম কর্মী হুমাউন কবীর, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবুর রহমান নান্টু, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
এসময় বিএনপিদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এই সরকারকে হটিয়ে অবাধ সুষ্ট দেশে নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৯০টি আসনে জয় লাভ করবে। এসময় মিডিয়া সেল আহবায়ক জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অবাধ, সুষ্ট নির্বাচনের মাধ্যমে জন গণের ক্ষমতা তাদের মাঝে ফিরিয়ে দেওয়ার কাজ করছে। এসময় জনগণের শক্তি নিয়ে রাজ পথে লড়াই করে ও আন্দোলনের মাধ্যমে একটি অবাধ সুষ্ট নির্বাচনের জন্য নিরপক্ষ সরকার বহাল করার মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করার কাজে সকলে ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহন করার আহবান জানান তিনি।
ইস্তেহার পাঠ করার মাধ্যমে সভায় মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনকালীন নিরপক্ষ সরকার ব্যবস্থা স্থায়ীভাবে প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সকল প্রতিষ্ঠানের নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা এবং সাংবিধানিক সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন, ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে জুডিশিয়াল কমিশন, গণমাধ্যমের স্বাধিনতার লক্ষে মিডিয়া কমিশন গঠন করা সহ রাষ্ট্রীয় কাজের নয়টি বিষয়ে সংশোধন করার কথা তিনি লিখিতভাবে পাঠ করেন।
এএজেড
