হাসপাতাল নয়, ব্যক্তিগত চেম্বার নিয়ে ব্যস্ত তত্ত্বাবধায়ক!

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিনের বিরুদ্ধে অফিস সময়ে ব্যক্তিগত চেম্বার করার অভিযোগ উঠেছে। ধারাবাহিকভাবে তিনি গত কয়েক বছর ধরে এভাবেই অফিস সময়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছেন বলেও অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে সরেজমিনে জেনারেল হাসপাতালে গেলে এর সত্যতা মেলে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ডা. সোহরাব উদ্দিন প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বরগুনা ফার্মেসি পট্টিতে তার ব্যক্তিগত চেম্বারে নবজাতক ও শিশুদের দেখেন। বরগুনা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে যোগদানের পর থেকে তিনি হাসপাতালে দায়িত্ব পালনের পরিবর্তে ডিউটিকালীন সময়ের বেশিরভাগই তার ব্যক্তিগত চেম্বারে কাটান।
তার কাছে চিকিৎসার পরামর্শ নিতে আসা কুলসুম বেগম বলেন, আমার ছেলে বেশ কয়েকদিন থেকে অসুস্থ। ৬ নভেম্বর তার ব্যক্তিগত চেম্বারে ছেলের চিকিৎসা করাই। তিনদিন পরে আবারও তিনি ছেলেকে নিয়ে আসতে বলায় আজ সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তার ব্যক্তিগত চেম্বারে অপেক্ষা করি। অপেক্ষার পরও তিনি না আসায় জেনারেল হাসপাতালের দিকে যাই। সেখানে খোঁজাখুঁজির পর তাকে হাসপাতালের সামনে দেখতে পাই। তার পেছনে হেঁটে চিকিৎসার বিষয়ে কথা বলার চেষ্টা করলেও তিনি কথা না বলে তার ব্যক্তিগত চেম্বারে চলে যান। আবার সেখানে গিয়ে ছেলেকে চিকিৎসা করিয়ে তারপর বাড়ি আসি।
অভিযোগের বিষয়ে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ডাক্তার সোহরাব উদ্দিন বলেন, আমি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে কখনোই রোগী দেখি না।
এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হক বলেন, জেনারেল হাসপাতাল আমার আওতায় না। বিষয়টি বিভাগীয় পরিচালকের অধীনে। তারপরও আমি তাকে জিজ্ঞাসা করব। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমার নেই।
এসজি
