একসপ্তাহে ইলিশ থেকে রাজস্ব আয় সাড়ে ৩ লাখ

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী-সাগরে বেড়েছে ইলিশের উৎপাদন। ফলে মাত্র এক সপ্তাহেই বরগুনার পাথরঘাটা থেকে সাড়ে ৩ লাখ টাকারও বেশি রাজস্ব আয় করতে পেরেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। মঙ্গলবার (৮ নভেম্বর) এ তথ্য জানান দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার।
বিপ্লব কুমার জানান, ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শুধুমাত্র পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রেই ৮৮ হাজার ২৩৮ কেজি ইলিশসহ সামুদ্রিক মাছ কেনা-বেচা করে সরকারের রাজস্ব আয় অর্জিত হয়ছে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৬ টাকা। এটি বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি।
মৎস্য বিভাগের তথ্য মতে, ২০১৫-১৬ অর্থ বছরে বরগুনায় ইলিশের উৎপাদন ছিল মাত্র ৯২,০০৩ মেট্রিক টন। ২০২১-২২ অর্থ বছরে তা বেড়ে ৪০,৭৫,৩৪০ মেট্রিক টনে উন্নীত হয়েছে এবং ২০২১-২২ অর্থ বছরে ১ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৬৩৯ টাকা রাজস্ব আদায় হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, নিষেধাজ্ঞায় অভিযান সফল হওয়াতে মাছের উৎপাদন বেড়েছে। আশা করছি এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় বাড়বে।
এএজেড
