সমাবেশ মঞ্চে ফাঁকা তারেক-খালেদা জিয়ার চেয়ার

বরিশালে বিএনপির বিভাগীয় গণসামবেশর মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারিত চেয়ার ফাঁকা রাখা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন নেতা-কর্মীরা।
এর আগে দেশবাসী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া মোনাজাত করা হয়। এরপর মঞ্চের মাঝখানে তাদের চেয়ার খালি রেখে সমাবেশ শুরু করা হয়।
নেতা-কর্মীরা বলছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এই আন্দোলন সংগ্রাম।
এদিকে দুপুর দেড়টায় সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ১০ মিনিট পর মঞ্চে উঠেন তিনি। বেলা ২টার দিকে কেন্দ্রীয় নেতা-কর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেন।
এসজি
