নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‘ঝান্ডি উৎসব' অনুষ্ঠিত
বরেন্দ্র অঞ্চলের কৃষিজীবী ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের গোয়াল পূজাকে ঘিরে নওগাঁর নিয়ামতপুরে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঝান্ডি বা সোহরাই উৎসব'।
দুই দিনব্যাপী উৎসবের শেষ দিন বুধবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জারুল্যাপুর খেলার মাঠে সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বেঁধে এর চারদিক ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নারী-পুরুষের নাচ-গান।
উৎসবে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ওঁরাও সম্প্রদায়ের ১২টি সাংস্কৃতিক দল নাচ-গান পরিবেশন করে। পরে অংশগ্রহণকারী দলগুলোকে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। উৎসব দেখতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও জনগোষ্ঠী ছাড়াও অন্য ধর্মের মানুষ ভিড় করেন।
নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে এ উৎসবের আয়োজন করে জারুল্যাপুর আদিবাসী পূজা উদযাপন পরিষদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। জারুল্যাপুর আদিবাসী পাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন কুজুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি বিশদ মনি টপ্য প্রমুখ।
ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও জনগোষ্ঠী সূত্রে জানা যায়, দুই দিনের এ উৎসবের প্রথম দিন মঙ্গলবার ওঁরাওরা নিজ নিজ বাড়ি, বাড়ির চারপাশ, তুলসীতলা, ধানক্ষেত, বাঁশবাগান ও সমাধিস্থলে মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে শুরু করে ‘সোহরাই'। আজ সকাল থেকে চলে গোয়াল পূজা, গবাদিপশুর বিশেষ যত্ন-আত্তি, বাড়িঘর ধুয়ে-মুছে, উঠোন নিংড়ে বয়স্করা হাড়িয়া পান করে লম্বা বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বেঁধে গ্রামের মধ্যে ফাঁকা স্থানে নিয়ে পুঁতে রাখে। তারপর এর চারদিক ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নারী-পুরুষের নাচ-গান ও লাঠিখেলা।
সরেজমিনে দেখা যায়, বুধবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার ওঁরাও আদিবাসী গ্রাম জারুল্যাপুরে মাটির তৈরি প্রতিটি বাড়ি ঝকঝক করছে। হালের লাঙল-জোয়াল, দা-কাস্তেসহ বাড়ির দরজার কপাট পর্যন্ত খুলে ধুয়ে-মুছে রোদে দিয়ে তাতে লাগানো হয়েছে চালের আটার গোলা ও সিঁদুরের ফোঁটা। গবাদিপশুগুলোর শিংয়েও তেল-সিঁদুরের যত্ন। বিকেলে জারুল্যাপুর মাঠে বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বেঁধে তার চারপাশ ঘিরে নাচ-গান করে ওঁরাও নারী-পুরুষ।
নিয়ামতপুর উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সভাপতি বিশদ মনি টপ্য জানান, নিয়ামতপুরের ওঁরাও গ্রামগুলো ছাড়াও পাশের পোরশা, সাপাহার, মহাদেবপুর উপজেলাও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ওঁরাও গ্রামগুলোতে গোয়াল পূজা হয়।
এসএন