ভোলায় মৎস্য আইন অমান্য করায় শিশুসহ আটক ৬

ইলিশ প্রজনন রক্ষা অভিযান আইন অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৬ জেলেকে আটক করেছে ভোলা নৌ পুলিশের সদস্যরা। এদের মধ্যে ৩ জেলেকে প্রচলিত মৎস আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে।
আটক আসামিরা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের রশিদ বেপারির পুত্র স্বপন (৪০), ইউনুসের পুত্র মোস্তফা (৪৫) ও শ্রিপুরের ৯ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হকের ছেলে মিরাজ (২৯)।
জানা গেছে, সোমবার (১১ অক্টোবর) রাতে গনেশপুর নদীর মোহনার তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন জানান, আমাদের অভিযানে আটক ৬ জেলের মধ্যে ৩ জনকে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ৩ জন মৎস আইনের সঙ্গে সাংঘর্ষিক অপ্রাপ্তবয়স্ক(শিশু) হওয়ায় ওই ৩ শিশুকে মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে ।
উল্লেখ্য, ইলিশের বংশ বিস্তারে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মওজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। আর সরকারি এই আইন অমান্য করলে ১ থেকে ২ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
এসআইএইচ
