ঘুমধুম সীমান্ত থেকে মিয়ানমারের দুই রোহিঙ্গা আটক

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে সীমান্তের ৩৪ নম্বর পিলারের কাছ থেকে এদের আটক করা হয়। এরা হলো- নিরঞ্জন বড়ুয়ার ছেলে রিতু বড়ুয়া (২০), এবং মধু বড়ুয়ার ছেলে স্বদেশ বড়ুয়া (২২)। এদের দুজনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেকুবুনিয়া এলাকায়।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ড সদস্য দিল মোহাম্মদ ভুট্টো জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে শুনেছেন বিজিবি মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, তিনিও লোকে মুখে শুনেছেন মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত দুজন এর পরিবার হিন্দু রোহিঙ্গা শরণার্থী হিসাবে বাংলাদেশে বসবাস করছে। দূর্গা পূজা উপলক্ষে পরিবারের সাথে দেখা করতে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করা হয়।
এই ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা বলেন, বিষয়টি আমরা শুনেছি স্থানীয়দের কাছ থেকে, তবে বিজিবি তাদের হস্তান্তর করলে বিস্তারিত বলতে পারবো।
এএজেড
