জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলেন বরগুনার জাহাঙ্গীর

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে জাহাঙ্গীর কবির জানান, শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় দলীয় প্রার্থী হিসাবে তাকে মনোনিত করা হয়েছে।
এর আগে শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়। তবে সাতক্ষীরা ব্যতিত ৬০টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম জানানো হয়। এর মধ্যে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবিরের নাম চুড়ান্ত করা হয়।
জানা যায়, বরগুনায় জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে শুরু করে বর্তমানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বরগুনার রাজনীতিতে প্রাণপুরুষ হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির। এর আগেও বেশ সুনামের সঙ্গে বরগুনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনসহ বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও সুশীল সমাজের অভিভাবক হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা হলেন- জেলার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
এসআইএইচ
