ফেনী জেলা পরিষদ নির্বাচনে নৌকা পেলেন তপন
ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন খায়রুল বশর মজুমদার তপন। তিনি জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। শনিবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ফেনীসহ ৬১ জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীতা চূড়ান্ত হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তপনের বাড়ি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামে।
তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য রয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
২০২০ সালের ৭ সেপ্টেম্বর বর্ষিয়ান রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুর জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য হয়। তখন উপ-নির্বাচনে দলের মনোনয়নে বিনাপ্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে দেড় বছর দায়িত্ব পালন করেন খায়রুল বশর মজুমদার তপন। চলতি বছরের ২৮ জানুয়ারি বর্তমান মেয়াদের ৫ বছর পূর্ণ হওয়ায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। পরে আবার তাকে প্রশাসক নিযুক্ত করা হয়।
এএজেড