‘সরকারের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত’
সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নির্বিচারে বিএনপির নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে নওগাঁ পৌর বিএনপি।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে নওগাঁ শহরের তাজের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় দ্রবের দাম নাগালের বাইরে। দেশের মানুষ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে। এই সরকারকে রেখে যেভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তেমনি এই সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করাও সম্ভব না। এই সরকারের নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু বলেন, দেশের বর্তমান সংকটময় অবস্থার জন্য দায়ী আওয়ামী লীগ। তারা দেশে লুটপাটের অর্থনীতির রাজত্ব সৃষ্টি করেছে। দেশে উন্নয়নের নামে লুটপাট চলছে। মেগা প্রজেক্টের নামে দুর্নীতির মহোৎসব চলছে। প্রধানমন্ত্রী ভারত থেকে কিছুই আনতে পারেননি। দেশের সংকটময় অবস্থায় তিনি জয়পুরে নৃত্যে অংশ নিয়েছেন। এটা মানুষ কখনো মেনে নেবে না।
সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ পৌর বিএনপির আহ্বায়ক মো. শেখ আব্দুস শুকুরের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপি সদস্য মামুনুর রহমান রিপন, এস কে ইকবাল, সদস্য,আব্দুস সালাম পিন্টু, নওগাঁ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আসাদুজ্জামান মুকুল, আলহাজ আব্দুর রাজ্জাক, দেওয়ান মিনহাজুর রহমান বিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মিজানুর রহমান মিজান।
এসজি