ঝালকাঠিতে জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পৌর সভাপতি এ কে এম বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু সহিদ ও মাহাবুব রহমান প্রমুখ।
জাতীয় পাটি আগামীতে আর কোন দলের ক্ষমতায় যাওয়ার সিঁডি হবেনা বলে তারা মন্তব্য করে বলেন জি, এম কাদেরের নেতৃত্বে আগামী নির্বাচনে একক ভাবে নির্বাচনে অংশগ্রহন করবে। এরশাদের শাসন আমল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। গ্রাম থেকে শহরে উন্নয়নের ছোয়া লাগিয়েছিলেন এরশাদ। তাই বাংলাদেশের ইতিহাতে এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এএজেড
