ভারত সফর থেকে কী পেয়েছেন, শাহীন শওকতের প্রশ্ন
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), এ্যাডঃ সৈয়দ শাহীন শওকত সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারত সফর থেকে কী পেয়েছেন? একটা স্মারকলিপি সই করেছেন সেগুলোর মধ্যে এক নদীর পানিবণ্টন ছাড়া তো আর কিছু নাই। তাও কত কিউসেক পানিবণ্টন করেছেন। হাজারের কোটাও যায়নি। কয় বিঘা জমি সেচ দেওয়া যাবে তার মাধ্যমে। ওই নদী তো আমাদেরই। এর বাইরে যেসব চুক্তি করেছেন, তা একজন জয়েন সেক্রেটারি গেলেই পারতো।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে নওগাঁ সাপাহার উপজেলা বিএনপি আয়োজনে গোডাউন পাড়া এলাকায় ডাকবাংলা মোড়ে জ্বালানী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও যুবদলের নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার সীমাহীন লুটপাট দুর্নীতি, গুম, খুন, অর্থ পাচার ও জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। জন বিচ্ছিন্ন সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের কোনো আস্থা নেই। তিনি বলেন, সরকার ২০১৪ -১৮ সালে ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতায় থাকায় সারাবিশ্ব এখন জেনে গেছে এ সরকারের সঙ্গে জনগণ নেই। জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। প্রতিবাদী জনতার ঢল নেমেছে। তারা আর ভয়ে ঘরে থাকবে না। তারা এখন রাস্তায় নামবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম উদ্দিন। এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মামুনুর রহমান রিপন, সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর নূর, জেলা বিএনপির সাবেক সদস্য মোজাম্মেল হক শাহ চৌধুরী, নুরুল ইসলাম,মোমিনুল ইসলাম,আজিজুর রহমান, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোকলেছুর রহমান মুকুল,শাহ আলম,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুর রহমান কল্লোল, যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পপলু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে উপজেলার জয়পুর রাজ্যধর স্কুল থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেনের নেতৃত্বে নেতাকর্মিদের নিয়ে বিশাল একটি মিছিল মেডিকেল মোড় হয়ে জিরো পয়েন্ট হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা মোড়ে সমাবেশে গিয়ে শেষ হয়।
এএজেড