বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান, বালু জব্দ
বান্দরবানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চড়ুই পাড়া এলাকায় এই ভ্রাম্যান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এসময় অভিযানে কুহালং ইউনিয়নের চড়ৃই পাড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ৩ হাজার ৬শত ঘনফুট বালু জব্দ করে ভ্রাম্যমান আদালত ,তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালতে এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট্র শেখ আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের পরিদর্শক আশফাকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মচারী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট্র শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, বিভিন্ন তথ্য সুত্রের উপর সংবাদ পেয়ে আমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চড়ুই পাড়া এলাকায় এই ভ্রাম্যান আদালতের অভিযান পরিচালনা করি এবং এই সময় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারী কাউকে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে প্রায় ৩হাজার ৬শত ঘনফুট বালু জব্দ করি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট্র শেখ আব্দুল্লাহ আল মামুন আরো জানান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এএজেড