চট্টগ্রামে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২০
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ডের জঙ্গল সলিম্পুরের বায়েজিদ সড়কের পাশে পাহাড় কেটে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদের সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বায়েজিদ সড়কের উভয় পাশে পাহাড় কেটে গড়ে তোলা দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। শতাধিক স্থাপনা উচ্ছেদের পর দুপুর ১টার দিকে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, চট্টগ্রামের নবাগত পুলিশ সুপার ও র্যাব-৭ এর অধিনায়ক কর্নেল এমএ ইউসুফসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা।
একপর্যায়ে তারা জঙ্গল সলিমপুরের আলীনগরে র্যাব ক্যাম্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দেড়টার দিকে আলীনগরে প্রবেশ করেন। র্যাব ক্যাম্পের জন্য নির্ধারণ স্থান পরিদর্শনে যাওয়ার সময় সড়কের দু’পাশের পাহাড় থেকে হঠাৎ তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। এতে আহত হন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তারক্ষী আনসার সদস্য মো. নজরুল, কয়েকজন পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য এবং সরকারি কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, আজ সকাল থেকে বায়েজিদ সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। দুপুর ১টার দিকে জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আলীনগরে র্যাব ক্যাম্পের জন্য রাখা নির্ধারিত স্থান পরিদর্শনে যান। এসময় দুষ্কৃতিকারীরা আগে থেকে সেখানে হামলার উদ্দেশ্যে জড়ো করে রাখা ইটপাটকেল ছুঁড়তে থাকে। পাল্টা রাবার বুলেট ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনীও। এতে আনসার, পুলিশ সদস্য ও হামলাকারীদের অনেকেই আহত হন। তাদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এসজি
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)