চট্টগ্রামে বাবা হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবাকে খুন করে পালিয়ে যাওয়া আবু তাহের মো. হেলাল উদ্দিনকে(২০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলাল ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাবর কলোনির মো. বেলালের (৫৫) ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তার বাবা বেলালকে বকাঝকা করে। এরপর সে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তার বাবা ধান কাটার কাঁচি দিয়ে তাকে ধাওয়া দেন। তখন হেলাল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করে। এরপরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন,পারিবারিক বিষয় নিয়ে বাবা ছেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে বাবাকে ছুরিকাঘাত করে তার ছেলে হেলাল। এর পর সে পালিয়ে গিয়েছিল।এ ঘটনায় বাদি হয়ে তার বোন থানায় একটি মামলা দায়েরে করেন।এরপর রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
এএজেড
