প্রেমের ফাঁদে যুবকের সর্বস্ব লুটে নিল প্রতারক চক্র
ফেনীতে প্রেমের ফাঁদে ফেলে রাজিব মজুমদার (৩৫) নামে এক যুবকের সর্বস্ব লুটে নিলো একটি প্রতারক চক্র। শহরের নাজির রোডে আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার দেবীপুর গ্রামের বসন্ত মাস্টার বাড়ির দুলাল মজুমদারের ছেলে রাজিব মজুমদারের সাথে ২ সপ্তাহ আগে চট্টগ্রামে যাওয়ার পথে বাসে পরিচয় হয় মাহি নামের এক যুবতীর সঙ্গে। পরিচয়ের সূত্রে একে অপরের মোবাইল নাম্বার বিনিময় করে।
ওই নারী রাজিবের ফোন নাম্বারে আজ সকাল ১০টায় কল দিয়ে শহরের নাজির রোডে তার বাসায় দাওয়াত দেয়। রাজিব ব্যক্তিগত মোটর সাইকেলযোগে (ফেনী-হ ১২-৮৬৪২) মাহির বাসায় যায়। বাসায় যাওয়ার কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায়। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাহির সহযোগীরা রাজীবের সাথে আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও করতে বাধ্য করে।
তাৎক্ষনিক মাহির গ্রুপের অজ্ঞাত ৫ জন যুবক রাজীবকে চড় থাপ্পড কিল ঘুষি ও লাথি মেরে সংগে থাকা নগদ ৫ হাজার ৭শ টাকা, ১৬ হাজার টাকা মূল্যের ১টি এনড্রয়েড ফোন, মোটর সাইকেলের সকল কাগজপত্র ছিনিয়ে নেয়। তাকে আটকে রেখে গাড়ীর কাগজপত্র নিয়ে মোটর সাইকেল বিক্রির ষ্ট্যাম্পে লিখে এনে মাথায় পিস্তল ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে স্বাক্ষর নেয় ও ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোটর সাইকেলটি নিয়ে যায়।
এছাড়া বিকাশে (০১৮৬৮১৭৮২৩২) ২ লাখ টাকা দাবী করে। শহরের ষ্টার লাইন কাউন্টারের পার্শ্বে নিহা মেডিকেল সেন্টার থেকে রাজিবের বন্ধু আজাদকে ফোন দিয়ে বিকাশে ১০ হাজার টাকা নিয়ে বিকাল পৌনে ৪টার তাকে ছেড়ে দেয়।
জিম্মি থেকে মুক্ত হয়ে রাজিব মজুমদার ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর মাহিসহ অজ্ঞাতনামা ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন অভিযোগ প্রাপ্তির তথ্য নিশ্চিত করে জানান, দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এএজেড