পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা হরতালের কারণে রাঙামাটিতে আগামীকালের (৭ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা স্থগিত করা হয়েছে।
ভূমি কমিশনের সচিব(যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজামউদ্দিন সাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা যায়।
ওই চিঠিতে বলা হয়, ‘কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পার্বত্য নাগরিক পরিষদের ৬ ও ৭ সেপ্টেম্বর হরতাল আহ্বান করায় পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বুধবারের সভা কমিশনের সভা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ পরবর্তীতে জানানো হবে।’
এর আগে এই সভার বিরোধীতা করে সাত দফা দাবিতে রাঙামাটি শহরে ৩২ ঘন্টার হরতাল পালন শুরু করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার সকাল থেকে এই হরতাল পালন শুরু হয়।
সভা স্থগিতের খবর জেনে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের কাছে হরতাল প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সভা স্থগিতের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি নিশ্চিত হয়ে দুপুরের পর সভা করে আমাদের সিদ্ধান্ত জানাব।’
এসআইএইচ