বিএনপি নেতার গাড়ি বহরে হামলা, আহত শতাধিক

বরগুনা-২ আসনের বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনির গাড়ি বহরে হামলা হয়েছে। এ ঘটনায় প্রায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে নিজ এলাকা পাথরঘাটায় আসছিলেন সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। বিকালে তিনি পাথরঘাটার সিএনবি এলাকায় ঢুকলে যুবলীগ ও ছাত্রলীগ তার গাড়ি বহরে বাধা দেয় এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই গ্রুপের শতাধিক নেতা-কর্মী আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, দীর্ঘ ১৬ বছর পর নিজ এলাকায় আসছিলেন বিএনপি নেতা ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি। সোমবার পাথরঘাটা পৌর শহরে বিক্ষোভ ও সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তার আসার খবরে এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ছিল।
তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমাকেও তারা নির্মমভাবে পিঠিয়েছে। শতাধিক মোটরসাইকেল ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে। হামলায় আমাদের কয়েকশ' নেতা-কর্মী আহত হয়েছেন। বর্তমানে আমরা জীবন রক্ষার্থে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছি।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা ও কাকচিড়া ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু অভিযোগ অস্বীকার করে উল্টো অভিযোগ করেন, বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। হামলায় আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানতে পেরেছি ইতোমধ্যে ১০-১২ জন আহত হয়েছে এবং ৩০-৩৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়েছে।
এসজি
