রাঙামাটিতে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের সদস্য জেনারেটর অপারেটর শাকিল হোসেনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জেনারেটর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাকিল হোসেন আনসারের ২০তম ব্যাচের সদস্য। তিনি ঢাকা ধামরাই যাদেবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। তিনি ২০১৯ সালের ১৭ নভেম্বর আনসার বাহিনীতে যোগদান করেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, আমাদের ধারণা গভীর রাতের কোনো একসময় ডিসের তার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ মুঠোফোনে বলেন, এভাবে একজন সদস্যের চলে যাওয়া খুবই দুঃখজনক। দাপ্তরিক কাজে এখন ঢাকায় আছি। খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে আনসার সদস্যের মৃত্যুর কারণ উদঘাটনে ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় আনসার ব্যাটালিয়ন উপ-মহাপরিচালক কার্যালয় থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টিআর/এসজি