৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না ছেরাজুলের
ফেনীর সোনাগাজীতে মারামারির মামলায় ছেরাজুল হককে (৫০) ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। সেই সাজা থেকে বাঁচতে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন তিনি । তবে অবশেষে ছেরাজুল হক পুলিশের কাছে ধরা পড়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ছেরাজুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই দিনই ছাড়াইতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছেরাজুল হক উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকার বাসিন্দা ও আবদুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, ২০০৮ সালে মারামারির একটি মামলায় পুলিশ ছেরাজুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয়ে ছেরাজুল হক গা ঢাকা দেন। পরে আর তিনি আদালতে হাজির হননি। দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালের মার্চে আদালত ছেরাজুল হককে ছয় মাসের কারাদণ্ড দেন।
পুলিশ আরো জানায়, ছেরাজুল হক প্রায়ই স্থান পরিবর্তন করতেন। একটি মুঠোফোন নম্বর বেশি দিন ব্যবহার করতেন না। মাঝেমধ্যে গোপনে রাতে বাড়ি আসতেন। আবার ভোর হওয়ার আগে চলে যেতেন। পরে পুলিশ গোপন সূত্রে বিষয়টি জানতে পারে।
এ বিষয়ে সোনাগাজী থানার এএসআই আবদুল মতিন বলেন, ছেরাজুল হক বৃহস্পতিবার রাতে গোপনে বাড়িতে আসেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই মুঠোফোন নম্বরের সূত্র ও পুলিশের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ছাড়াইতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, ছেরাজুলকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।