কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসছে নীল জেলিফিশ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
কক্সবাজার সমুদ্রসৈকতে আবারো ভেসে আসছে মরা জেলিফিশ। একেকটি জেলিফিশের ওজন ১০ থেকে ১৫ কেজি। গত একমাস আগেও ভেসে এসেছিল জেলিফিশ। হঠাৎ এমন ঘটনার কারণ অনুসন্ধানে তাগিদ দিচ্ছেন পরিবেশবাদীরা। এদিকে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সৈকতের লাবণী পয়েন্টে একটি নীল রঙের জেলিফিশ ভেসে এসেছে।
সি সেইফ লাইফ গার্ডের সদস্য জয়নাল আবেদন বলেন- শনিবার বিকালে লাবণী পয়েন্টে একটি নীল রঙের জেলিফিশ ভেসে আসে। এর আগে নীল রংয়ের কোন জেলিফিশ আসেনি কূলে। এটিই প্রথম। তবে সাগরে নীল ও লাল রঙের জেলিফিশ রয়েছে। শনিবারও সৈকতে অসংখ্যা জেলিফিশ ভেসে আসার কথা জানান তিনি।
কক্সবাজার সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি পর্যটকদের পদচারণা থাকে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে। এসব পয়েন্টেই গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত ভেসে এসেছে অসংখ্য মরা জেলিফিশ।
সি সেইফ লাইফ গার্ডের কর্মী মোহাম্মদ ইউসুফ বলেন, কলাতলী থেকে লাবণী সৈকত পর্যন্ত গত দুইদিনে ৩০০টির মতো মরা বড় বড় জেলিফিশ ভেসে এসেছে। এরমধ্য সৈকতের সুগন্ধা পয়েন্টে এক ঘণ্টায় ভেসে এসেছে ৫০টির বেশি মরা জেলিফিশ। গত মাসের ঘটনার আগে কখনো এত জেলিফিশ একসঙ্গে ভেসে আসতে দেখেননি তিনি।
গত মাসে জেলেফিশ ভেসে আসার পর নমুনা সংগ্রহ করেছিল কক্সবাজার সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। এভাবে বিপুল সংখ্যক জেলিফিশের মৃত্যুর পেছনে সমুদ্র দূষণ বা পরিবেশগত বিষয় আছে কি না তা অনুসন্ধানে কাজ করছিল বলে জানিয়েছন প্রতিষ্ঠানটি।
মরা জেলিফিশগুলো হাত দিয়ে স্পর্শ না করতে মাইকিং করাসহ জেলিফিশগুলো গর্ত করে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পর্যটক সেবায় নিয়োজিত বীচ কর্মীর ইনচার্জ মো. বেলাল বলেন- ভেসে আসা জেলিফিশ গুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হচ্ছে। গত কয়েকদিন ধরে আবারও জেলিফিশ ভেসে আসছে কূলে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুম বিল্লাহ বলেন, সৈকতে প্রচুর মরা জেলিফিশ ভেসে এসেছে। ভাটার সময় মরা জেলিফিশগুলো বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে প্রায় ৩ শতাধিক জেলিফিশ পাওয়া গেছে। এছাড়াও অন্যান্য পয়েন্টেও আনুমানিক ৫ শতাধিকের মতো দেখা গেছে।
মো. মাসুম বিল্লাহ আরও বলেন, মরা জেলিফিশ ভেসে আসায় সৈকতে মাইকিং করা হয়েছে; যাতে মরা জেলিফিশগুলো হাত দিয়ে স্পর্শ না করা হয়। আর বিচ কর্মীদের একটা টিম রয়েছে, যারা এসব মরা জেলিফিশগুলো মাটিচাপা দেওয়ার কাজ করছে।
গত আগস্ট মাসের শুরুতেই সপ্তাহখানেক সৈকতে ভেসে এসেছিল অসংখ্য বড় বড় মরা জেলিফিশ। সপ্তাহখানেক পর তা আর দেখা যায়নি। কিন্ত তার ঠিক এক মাস যেতে না যেতেই কক্সবাজার সৈকতের উপকূলে আবারও ভেসে আসছে অংসখ্য বড় বড় মরা জেলিফিশ। এগুলো বক্স প্রজাপতির জেলিফিশ বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
এএজেড
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)