জমি লিখে না দেওয়ায় বাবাকে মারধর, ছেলে কারাগারে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর করায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আবদুল মান্নান উপজেলার নাগাইশ গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বাবা আবদুল জলিল মিয়াকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে শনিবার সকালে ছেলেকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে গত কয়েকদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। বাবাকে দিয়ে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে তার উপর ক্ষিপ্ত হন ছেলে আবদুল মান্নান। গত বৃহস্পতিবার বিকালে বৃদ্ধ বাবা তার ঘরেই ছিল। ঘরের ভেতর টেনে হিঁচড়ে বৃদ্ধ বাবার জামা-কাপড় ছিঁড়ে ফেলে। পরে ঘর থেকে বের হলে বাবাকে লাঠি দিয়ে পেটাতে থাকে ছেলে। এ ঘটনায় মান্নানের বড় ভাই নাহিদ ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মান্নানকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর করে তার ছেলে। মারধরের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ঘটনাটি অত্যন্ত ঘৃণিত কাজ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
এসজি