৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

ফেনীতে নিষিদ্ধ পলিথিন মজুত করায় ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক (অতি. দায়িত্ব) মো. তানভির হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে নিষিদ্ধ পলিথিন মজুত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পান সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক। এসময় বিছমিল্লাহ প্যাকেজিং, আবদুল হক ও ইসলাম প্লাস্টিক হাউজকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। অভিযানে ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
লিখন বনিক বলেন, নিষিদ্ধ পলিথিন মজুত করায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসজি
