মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষক নিহত

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে মাইক্রোবাস চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চবির ১ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে পাচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চবি শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,১ নম্বর গেটে স্কুটার ও প্রাইভেটকারের সংঘর্ষে স্কুটারচালক (চবি শিক্ষক) মারা গেছেন।

ওই শিক্ষার্থী আরও বলেন, স্কুটারচালক ১ নম্বর গেটের রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকার তার নজরে আসেনি। ফলে এ দুর্ঘটনা ঘটে।

চবি শিক্ষার্থীর প্রশ্ন হচ্ছে, ২৮০০০ হাজার ছাত্রের একটি ভার্সিটির মেইন গেট কেমনে এত অরক্ষিত থাকে? কোনও স্পিড ব্রেকার নেই, কোনও জেব্রা-ক্রসিং নেই, নেই কোনও ফুটওভার ব্রিজ!

অন্য এক শিক্ষার্থী বলেন, এখন হয়তো ঠিকই ১ নম্বর গেইটে ফুটওভার ব্রিজ,স্পিড ব্রেকার হবে। কিন্তু মাঝখান দিয়ে চলে গেল একটা জীবন।

 

Header Ad
Header Ad

বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত

বিক্ষোভের নামে লুটপাট চালানোকে নিন্দা জানিয়ে এটিকে ‘নিতান্তই ছোটলোকি’ বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আজহারি লেখেন, “বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে তারা সুযোগের অভাবে সৎ। তারা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তেই পণ্ড করে দেয়।”

তিনি আরও বলেন, “প্রতিবাদের প্রতিটি ধাপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। কারণ মুমিনের আচরণ কখনোই এমন নয়।”

 

এর আগে সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ‘মার্চ ফর গাজা’ নামে ঢাকায় এক বিশাল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন মিজানুর রহমান আজহারি। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) এই কর্মসূচি আয়োজিত হবে। শাহবাগ থেকে শুরু হয়ে এটি মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “এই বিক্ষোভ হবে মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে এবং গাজাবাসীদের পক্ষে। দল, মত, জাতি, পেশা নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

 

Header Ad
Header Ad

ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদর উপজেলার জোয়াইরের মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শরিফ জুটমিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই পাঁচজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা জানান, প্রায় ৩০ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Header Ad
Header Ad

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দীর্ঘ ১০ দিন বাসায় বিশ্রামের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পান তামিম ইকবাল। চিকিৎসকদের পরামর্শে সেদিন দুপুরেই নিজ বাসায় ফিরে যান তিনি। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে কাটছিল তার সময়। তবে শুরু থেকেই আভাস ছিল, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং এজন্যই তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র।

বর্তমানে তামিমের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। জাতীয় দলের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় ব্যস্ত দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
ফরিদপুরে বাস দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৫ জন নিহত, আহত অন্তত ৩০
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল
ফেসবুকে লুটের মাল বিক্রির পোস্ট, সিলেটে ১৪ জন আটক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ
খুলনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩১ জন
স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি
শুল্ক ছাড়ে আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র, চীনের ওপর ট্রাম্পের হুঁশিয়ারি
সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’, ‘ক্রিম আপা’র ব্যাখ্যা চেয়েছে প্রশাসন
ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির
সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ
সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ