সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষক নিহত
চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে মাইক্রোবাস চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চবির ১ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করে পাচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চবি শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,১ নম্বর গেটে স্কুটার ও প্রাইভেটকারের সংঘর্ষে স্কুটারচালক (চবি শিক্ষক) মারা গেছেন।
ওই শিক্ষার্থী আরও বলেন, স্কুটারচালক ১ নম্বর গেটের রাস্তার এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকার তার নজরে আসেনি। ফলে এ দুর্ঘটনা ঘটে।
চবি শিক্ষার্থীর প্রশ্ন হচ্ছে, ২৮০০০ হাজার ছাত্রের একটি ভার্সিটির মেইন গেট কেমনে এত অরক্ষিত থাকে? কোনও স্পিড ব্রেকার নেই, কোনও জেব্রা-ক্রসিং নেই, নেই কোনও ফুটওভার ব্রিজ!
অন্য এক শিক্ষার্থী বলেন, এখন হয়তো ঠিকই ১ নম্বর গেইটে ফুটওভার ব্রিজ,স্পিড ব্রেকার হবে। কিন্তু মাঝখান দিয়ে চলে গেল একটা জীবন।