ওএমএস ও টিসিবির চাল বিক্রি শুরু হচ্ছে কাল

আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ওএমএস ও টিসিবির চাল বিক্রির কার্যক্রম। ফেনী জেলার ৬০ হাজার ৯৫৪ জন ভোক্তা ৩০ টাকা করে মাসে ২ বার করে ১০ কেজি চাল কিনতে পারবেন। বুধবার (৩১ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
জেলা প্রশাসক বলেন, বাজার থেকে ওএমএস এর চাল কিনার পাশাপাশি টিসিবির কার্ডধারীগণ ওএমএস কার্যক্রমের সাথে সমন্বয় করে পাক্ষিক ৫ কেজি করে মাসে ২ বার মোট ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন।
তিনি জানান, সপ্তাহে ৫ দিন ফেনী জেলা সদরের ১৮ জন ওএমএস ডিলারের মধ্যে ৬ জনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিদিন ২ মে.টন করে মোট ১২ মে.টন চাল প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হবে। পাশাপাশি জেলার অবশিষ্ট ৫টি উপজেলায় নিয়োগকৃত ১৭ জন ডিলারের মাধ্যমে দৈনিক ডিলার প্রতি ২ হাজার মে.টন হারে মোট ৩৪ হাজার মে.টন চাল বিতরণ করা হবে।
জেলা প্রশাসক জানান, টিসিবির কার্ডধারীদের জন্য আলাদা লাইন থাকবে তারা সুষ্ঠুভাবে চাল ক্রয় করতে পারবেন। কেউ যদি অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এছাড়াও ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির লক্ষ্যে খাদ্য বিভাগ কর্তৃক তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং উপজেলায় ট্যাগ অফিসাররা তদারকি করবেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করবেন বলে জানান জেলা প্রশাসক।
এএজেড
