স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ফেনীর সোনাগাজীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে সোনাগাজী বিএনপির প্রায় ৩৫০ জন আসামি করে পুলিশ মামলা করে। এর প্রতিবাদে সোনাগাজী পৌর শহরে মিছিলের পর পরই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ভূঞাকে (৪৫) সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টায় সোনাগাজী জিরোপয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর চর ছান্দিয়া গ্রামের ভূঞা বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে।
সৈয়দ আলম ভূঞাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু, সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন গঠন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপি নেতা নিজাম উদ্দিন, নবাবপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জহিরুল আলম, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার ও ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সজীব।
তারা বলেন, গ্রেপ্তার, মামলা, হামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজ এলাকার নেতা কর্মীদের স্তব্ধ করা যাবে না। বরং আরো স্ফুলিঙ্গের মতো সরকার পতন আন্দোলন বেগবান হবে।
এএজেড
