বাম গণতান্ত্রিক জোটের ঢিলাঢালা হরতাল

জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতাল শেষ হয়েছে। বরিশাল নগরীরর কাকলীর মোড়ে হরতালে সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। তবে এ সময় সদর রোড ছাড়া নগরীরর অনান্য সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত।
সকাল ৬টার পর নগরীর সদর রোডের কাকলির মোড়ে মিছিল নিয়ে আসেন হরতাল সমর্থকরা। তবে এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি দেখা গেছে। বাম গণতান্ত্রিক জোটের নেতারা জানান, জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের হরতালে বরিশালে কাকলির মোড়, গীর্জামহল্লা, জেলখানার মোড়সহ সদর রোডে নেতাকর্মীদের পিকেটিং চলিয়েছে।
জোটের আহবানে সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত অর্ধদিবস হরতাল সফল হয়েছে। এ সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীরর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। তবে হরতালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
এএজেড
