বরিশালে বুস্টার ডোজ শুরু
কোভিড-১৯ সংক্রমণ রোধে বরিশালে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম কেন্দ্রে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নৈমল হোসেন লিটু এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এইচএম সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র গাজী নৈমল হোসেন লিটু বলেন, দুই হাজার কোভিড টিকা নিয়ে প্রথমবারের মতো বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম শুরু করেছি। বরিশাল নগরীর তিনটি কেন্দ্র শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বিভাগীয় পুলিশ হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এ টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, ৬০ বছরের ঊর্ধ্বে দেশের নাগরিক, বিদেশগামী ব্যক্তি ও সম্মুখসারির কর্মীরা যারা প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তারা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে সুরক্ষা পোর্টালে নিবন্ধনের মাধ্যমে যাদের মোবাইলে এসএমএস যাবে, তারাই নিকটস্থ কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজ নেবেন।
এসএন