হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ২

নোয়াখালীর হাতিয়াাতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে এবং দুই জেলে নিখোঁজ থাকার খবর জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে পরিদর্শক বলেন, শোনা যাচ্ছে ২-৩ জন জেলের মরদেহ ঘটনাস্থলের আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে। এলাকার যাত্রাপথ দুর্গম। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এসআইএইচ
