তেলের দাম বৃদ্ধি: চট্টগ্রামে পেট্রোল পাম্প, বাস চলাচল বন্ধ
গণপরিবহনের ভাড়া বৃদ্ধি না করে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত থেকে চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। বিচ্ছিন্নভাবে কিছু বাস চলাচল করলেও পরিবহন শ্রমিকরা বাধা দিচ্ছেন। এতে নগরীর পথে পথে চরম দুর্ভোগে পড়েছেন লোকজন।
আজ সকালে নগরীর ব্যস্ততম বহদ্দারহাট মোড়ে বাসের জন্য দাঁড়িয়েছিল প্রচুর যাত্রী। কিন্তু বাস না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন তারা।
বাসের জন্য অপেক্ষমান যাত্রী এস এম রাশেদ বলেন, ভোরেই গার্মেন্টসে পৌঁছানোর কথা। কিন্তু যানবাহন সঙ্কটে যেতে দেরি হচ্ছে। এখন হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই।
যানবাহন সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী। এই সুযোগে তিন-চার গুণ বেশি ভাড়া হাঁকাচ্ছে রিকশা ও সিএনজি। এতে মড়ার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে সাধারণ যাত্রীদের জন্য।
শনিবার (৬ আগষ্ট) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীরা সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাচ্ছে না। জরুরি প্রয়োজনে কেউ রিকশা কিংবা সিএনজিতে চলাচল করছেন। আবার কেউ কেউ ভাড়ায় চালিত মোটরবাইক কিংবা প্রাইভেট কারে অতিরিক্ত ভাড়া দিয়ে রওনা হন গন্তব্যে। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে। যাত্রীরা একজোট হয়ে নগরীর বিভিন্ন মোড়ে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ করেন।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের পক্ষ থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এই সংগঠনের বাস শ্রমিকরা পথে পথে যানবাহনগুলোকে আটকে দিচ্ছেন।
এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন জানান, শনিবার দুপুর ১টায় মালিক পক্ষ বৈঠক করবেন। বৈঠকে যানবাহন চলাচল ফের শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
পরিবহন মালিক গ্রুপের এক নেতা জানান, সব গণপরিবহন মালিকদের সংঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সর্বসম্মতিতে গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছি।
তবে নগরের বিভিন্ন রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা প্রচুর চলাচল করতে দেখা গেছে। এসব যানবাহন চলাচলে তেমন কোন বাধা দেওয়া হচ্ছে না।
অপরদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণার পর শুক্রবার (৫ আগষ্ট) মধ্যরাত থেকে নগরী এবং নগরীর বাইরে সব ধরনের পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রি হয়নি।
এসআইএইচ