বাড়ি মৌলভীবাজারে, জাতীয় পরিচয়পত্রে লেখা ভেনেজুয়েলা
মৌলভীবাজারের বড়লেখা শহরের বাসিন্দা শিউলী বেগম। দীর্ঘদীন ধরে এখানেই বসবাস করছিলেন তিনি। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় সব তথ্যাবলিসহ বড়লেখা উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেছিলেন। গত ২৯ জুলাই সংশোধনের মেসেজ পেয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে দেখেন তার জন্মস্থানের জায়গায় লেখা ‘ভেনেজুয়েলা’।
এরকম ঘটনা দেখে হতবাক হয়ে যান শিউলি। তিনি বলেন, সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরও জন্মস্থানের জায়গায় ভেনেজুয়েলা দেখে আমি অবাক হয়ে যাই। এখন আবার নতুন করে আবেদন করতে হবে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বেশ কয়েকজনের জাতীয় পরিচয়পত্রে দেশের নামের জায়গাতেই পাওয়া গেছে বিশাল ভুল। জনস্থান বাংলাদেশ লেখার পরিবর্তে সেখানে লেখা হয়েছে ‘ভেনেজুয়েলা’! ভুল তথ্য সম্বলিত এ জাতীয় পরিচয়পত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা।
নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, প্রায় ২ মাস আগে সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে শেষে আবেদন মঞ্জুরের ম্যাসেজ পেয়ে শনিবার দুপুরে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে দেখেন তার জন্মস্থানও ভেনেজুয়েলা লেখা।
এদিকে এরকম ভুল জন্মস্থান লেখার বিষয়টি প্রকাশ্যে আসার পরই জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।
এ ব্যাপারে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুতই এটি সমাধান হয়ে যাবে।
এসএন