শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এক মানবিক ইউএনওর বদলী বন্ধে প্রতিক্রিয়া

কুষ্টিয়ার কুমারখালীর মানবিক ইউএনও খ্যাত বিতান কুমার মন্ডলের বদলী বাতিল করে আরও কিছুদিন নির্বাহী কর্মকর্তা হিসেবে চান কুমারখালীর মানুষ। বিসিএস ক্যাডার ৩৩ তম ব্যাচের এই কর্মকর্তা ২০২১ সালের ১১ জুলাই ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির তীর্থভূমি কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি কুমারখালীতে যোগদানের মাত্র ১ বছরের মধ্যেই এ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়া ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সরকারের সকল কর্মসূচী সততার সাথে পালন করে আসছে।

এছাড়াও দুস্থ অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত খাবার ও বিভিন্ন মালামাল সুষ্ঠু বন্টনের কারনেও বেশ প্রশংসিত হয়েছেন। করোনাকালীন সময়ে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমনে সময় মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে সরকারের দেওয়া দায়িত্ব সততার সাথে পালন করে গেছেন। তিনি নিজে গিয়ে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। এছাড়াও তিনি তার অফিস কক্ষকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। এতে করে সাধারণ মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা সরাসরি তাকে বলতে পাড়তেন। এতে করে সাধারণ মানুষ তাদের সমস্যার সমাধান তৎক্ষনাৎ পেয়ে যেতেন।

ইউএনও বিতান কুমার মন্ডলের কাছে গিয়ে কোন অসহায় মানুষ খালি হাতে ফিরে আসতেন না। সরকারি বরাদ্দ না থাকলেও নিজের ব্যক্তিগত অর্থ থেকে সহযোগিতা করেন এই মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা। এভাবে মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার কারনে অল্প দিনেই তিনি সাধারণ মানুষের মন জয় করে নেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

এমন মানবিক একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর খবরে মর্মাহত হয়েছেন উপজেলার সাধারণ মানুষ, শিক্ষক, সংস্কৃতিকর্মী জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ ব্যবসায়ীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের বদলীর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা অনেকেই তাদের ব্যক্তিগত প্রতিক্রিয়া জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো প্রতিক্রিয়া পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সহসভাপতি এস এম রফিক জানান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল তিনি একজন ভালো মানুষ। ভালো কাজ করছিলেন। তার থাকার দরকার ছিলো।

কুমারখালী গোপালপুর জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক পলাশ মাহমুদ জানান, একজন মানবিক মনের অধিকারী, কুমারখালিতে তার খুবই প্রয়োজন।

কুমারখালী বনিক সমিতির সভাপতি কেএম আলম টমে জানান, বিতান কুমার মন্ডলের মত একজন মানুষ আরো কিছুদিন কুমার খালীতে থাকার দরকার ছিল।

লেখক সাস্কৃতিককর্মী ও সাংবাদিক এস এম রুশদী জানান, একজন প্রগতিশীল সংস্কৃতিমনা মানুষ হিসাবে ঐতিহাসিক ও সাংস্কৃতির রাজধানীর উবর্রভূমি কুষ্টিয়াতে তার মতো প্রশাসকের বিশেষ প্রয়োজন ছিল। যেখানেই থাকুক সৃষ্টিকর্তা যেন তাকে ভাল রাখেন।

প্রসঙ্গত: ২৬ জুলাই খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সরকারী কমিশনা মাহেরা নাজনীন স্বাক্ষরিত এক চিঠিতে কুমারখালী উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলকে স্ব পদে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় পদায়ন করা হয়েছে এবং খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত থাকা এস. এম. তারেক সুলতানকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সহকারী কমিশন (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৪ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
এএজেড

Header Ad

বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী সীমান্তের পশ্চিমপাড়া নামক স্থান দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারত হতে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান বাংলাদেশ সীমান্তে এনে মজুদ করছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে ফেনসিডিল ব্যবসায়ীরা তাদের সাথে থাকা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দলের বিজিবি সদস্যরা বস্তাগুলি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৮৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

Header Ad

পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ

পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, জুরান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেছেন। ফলে ১১টা থেকে আমরা ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারছে না। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ও ঢাকা থেকে নারায়ণগঞ্জের রেল চলাচল বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলেও জানান আনোয়ার হোসেন।

ঢাকা থেকে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলি স্টেশনে অপেক্ষা করছেন বলে জানা গেছে৷

শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ব্যাটারিচালিত রিকশা চালকরা জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।

Header Ad

ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত

ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দেশটির গোয়া উপকূলে এ ঘটনা ঘটে এবং সাবমেরিনে ১৩ জন ক্রু ছিল। তাদের মধ্যে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরই ভারতীয় নৌবাহিনী ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছে। অন্যদিকে সাবমেরিন থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, নিখোঁজ দুই জেলের সন্ধানে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওই এলাকায় কোস্টাগার্ডও মোতায়েন করা হয়েছে। তবে কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্তের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার