দগ্ধ লঞ্চে অতিরিক্ত যাত্রী থাকলে ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী
#লঞ্চ #অগ্নিকাণ্ড #dhakaprokash
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ যাত্রীদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে আমাদের হিসাবমতে, ৩৫০ জনের মতো যাত্রী ছিল। তবে এর বেশি থাকলে তদন্ত করে দেখা হবে। তা ছাড়া লঞ্চের ফিটনেস ঠিক আছে বলে জানতে পেরেছি। মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, এখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, সেটা এখনি বলতে পারছি না। লঞ্চের ব্যবসা কারা করে আপনারা সবাই জানেন, শেখ হাসিনার পরিবার লঞ্চের ব্যবসা করে না।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/