শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সততার নজির

সিলেটে সাড়ে ৩ লাখ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন যুবক

আতিক হাসান ও আহমদ আলী

 

সেতুর উপর পড়েছিল একটি ব্যাগ। তাতে ছিল সাড়ে ৩ লাখ টাকা। সেটি কুড়িয়ে পেয়ে মালিকের কাছে ফেরত দিলেন সিলেটের কোম্পানীগঞ্জের যুবক আতিক হাসান।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কাজ শেষে সিলেট শহর থেকে মোটরসাইকেলে কোম্পানীগঞ্জের টুকের বাজারে যাচ্ছিলেন আতিক। পথে সিলেটের কোম্পানীগঞ্জের তেলিখালের সেতুর উপরে পড়ে থাকতে দেখেন একটি ব্যাগ। সেটি খুলে দেখতে পেলেন অনেক টাকা।

আতিক হাসান উপজেলার টুকের বাজারের বাসিন্দা। পেশায় তিনি মোবাইল দোকানের ব্যবসায়ী। 

টাকা ফেরত পাওয়া ব্যক্তির নাম আহমদ আলী (৩৫)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা গ্রামের বাসিন্দা। কোম্পানীগঞ্জে একটি ট্রাক্টর কিনতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশায় ঘুমিয়ে পড়লে টাকার ব্যাগটি পড়ে যায়।

আতিক হাসান জানান, ‘বিকালে কাজ শেষে সিলেট শহর থেকে মোটরসাইকেল যোগে কোম্পানীগঞ্জের টুকের বাজারে আমার মোবাইলের দোকানে ফিরছিলাম। সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের তেলিখাল নামকস্থানে ব্রিজে একটি ব্যাগ দেখতে পেয়ে মোটরসাইকেল থামিয়ে ব্যাগটি হাতে নিয়ে প্রচুর টাকা দেখতে পাই। তখন আমার মনে হয়েছিল যারই হোক তিনি টাকার সন্ধ্যানে এ পথেই ফিরবেন। তাই ব্যাগটি হাতে নিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকি। কিছু সময় পর কয়েকজন লোক টাকার সন্ধান করতে আসেন। তখন যাচাই-বাছাই করে আহমদ আলীকে প্রকৃত মালিক মনে হলে টাকাগুলো ফিরিয়ে দেই।‘ 

টাকা ফেরত পাওয়া আবেগাপ্লুত আহমদ আলী জানান, ‘জমি বিক্রয় করে ২ লাখ ও নিকটাত্মীয়দের কাছ থেকে ধার করে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে সিএনজি যোগে কোম্পানীগঞ্জে একটি ট্রাক্টর ক্রয় করতে যাচ্ছিলাম আমরা দুই ভাই। গাড়িতে ঘুম চলে আসায় ব্যাগটি পড়ে যায়। হঠাৎ ঘুম থেকে ওঠে দেখি টাকার ব্যাগ আমার কাছে নেই। তখন আমি কান্নাকাটি শুরু করি। সিএনজির ড্রাইভারসহ আমরা রাস্তায় রাস্তায় টাকা খুঁজতে থাকি। তখন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা আতিক নামের ব্যক্তি আমাদের বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন। তিনি জানান টাকার ব্যাগ তিনি পেয়েছেন। হারিয়ে যাওয়া এতগুলো টাকা ফেরত পেয়ে বিশ্বাস হয়েছে এই যুগে এখনও ভালো মানুষ আছে।

টিটি/

Header Ad
Header Ad

ইন্টারপোলের রেড নোটিশে ৬৩ বাংলাদেশি: অপরাধীদের ধরতে আন্তর্জাতিক প্রচেষ্টা

ছবি: সংগৃহীত

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে তার নাম দেখা যায়নি।

ইন্টারপোলের ওয়েবসাইটে বর্তমানে সারা বিশ্বের ৬,৬৫৮ জন সন্দেহভাজন অপরাধীর তালিকা রয়েছে। এর মধ্যে ৬৩ জন বাংলাদেশি নাগরিক। তারা দেশে বা বিদেশে বিভিন্ন অপরাধে অভিযুক্ত। এসব অপরাধীর মধ্যে চাঁদপুরের রাজু ঢালীকে সিঙ্গাপুর খুনের অভিযোগে খুঁজছে। ঢাকার মো. মিলন ও লিটন ব্যাপারীকে খুঁজছে ইসতাওয়ানি, এবং দক্ষিণ আফ্রিকা খুঁজছে নোয়াখালীর মিজান মিয়াকে।

ভারত মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, নোয়াখালীর সবুজসহ আরও কয়েকজনকে খুঁজছে। বেলজিয়াম খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে, আর মালয়েশিয়া নাটোরের সিরাজ মোস্তফাকে চোরাচালানির অভিযোগে খুঁজছে। এছাড়া যৌন নির্যাতন ও অস্ত্র মামলার অভিযোগে যুক্তরাষ্ট্র জাহিদুল ইসলাম এবং ফজলুল আমীন জাভেদকে খুঁজছে।

বাংলাদেশ নিজেও বিভিন্ন অভিযোগে অনেক অপরাধীকে খুঁজছে। এ তালিকায় রয়েছেন বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের তাজউদ্দীন, ঢাকার তানভীর ইসলাম জয়সহ বেশ কয়েকজন। মানবপাচারের অভিযোগে কিশোরগঞ্জের জাফর ইকবাল ও মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামকে খুঁজছে। পর্নোগ্রাফির অভিযোগে টাঙ্গাইলের ওয়াসিম এবং জালিয়াতির অভিযোগে জামালপুরের আমানুল্লাহকেও খুঁজছে বাংলাদেশ।

ইন্টারপোলের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ দমন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বর্তমানে ১৯৬টি দেশের মধ্যে পুলিশি সহযোগিতা ও সমন্বয় করে। কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে তাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। এজন্য সংশ্লিষ্ট দেশকে অভিযুক্তের বিস্তারিত তথ্য এবং মামলার নথি ইন্টারপোলের কাছে জমা দিতে হয়।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে এখন পর্যন্ত ১৭ জন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এটি আন্তর্জাতিক অপরাধ দমন প্রচেষ্টায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য।

Header Ad
Header Ad

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসি'কে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২৪ জুন ২০০৯ তারিখ হতে ভূতাপেক্ষভাবে 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ জুন ২০০৯ তারিখ হতে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসি'কে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' প্রদান করা হয়েছে।

একই সাথে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ জুন ২০০৯ তারিখে জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন সন্ধান মেলে সাবেক এই সেনা কর্মকর্তার। আর ২০১৬ সালের ২৩ আগস্ট নিখোঁজ হন তিনি। ছিলেন আয়নাঘরে। সুক্তির পর সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারে আইনি লড়াই চালাবেন বলে জানিয়েছিলেন।

সেনাবাহিনীতে মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন আবদুল্লাহিল আমান আযমী। কর্মজীবনে তিনি বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন।

Header Ad
Header Ad

মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মাহফিলের মাঠ।

সকাল ৯টা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করছেন। সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শায়খ মুফতি কাজী ইব্রাহীম, শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, এবং জুমার নামাজের খুতবা দিচ্ছেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমার পরে দেশের খ্যাতনামা আরো দেশবরেণ্য ইসলামী স্কলারগণ বয়ান করবেন। ইতিমধ্যেই মাহফিলের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে মাওলানা মিজানুর রহমান আজহারী ঢাকা থেকে রওনা দিয়েছেন। দুপুর ১টা ৫০ মিনিটে তাকে বরণকারী হেলিকপ্টার পেকুয়ায় অবতরণ করবে। তিনি রাত ৮টার দিকে তাফসীর করবেন বলে জানা গেছে।

মাহফিলের দেশের বিভিন্নস্থান থেকে মানুষ ছুটে আসছে। আগতরা বলছেন দীর্ঘদিন পর মাওলানা মিজানুর রহমানের আসার খবরে তারা ছুটে এসেছেন। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ এখনো আসছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক নেয়ামত উল্লাহ নিজামী বলেছেন মানুষের ঢল নেমেছে এই মাহফিলের ১০ লক্ষ মানুষের সমাগম হবে।।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইন্টারপোলের রেড নোটিশে ৬৩ বাংলাদেশি: অপরাধীদের ধরতে আন্তর্জাতিক প্রচেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল
মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান
ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান
থাইল্যান্ডে নিখোঁজ হওয়া বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে  
হাসিনার দোসররা সচিবালয়ে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড করেছে: শাকিল উজ্জামান
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত: ড. মুহাম্মদ ইউনূস  
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নাই
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫  
পাঁচ সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়: প্রেস সচিব শফিকুল আলম
জাহাজে ছেলে খুন, পুত্রশোকে বাবার মৃত্যু
ক্রীড়া উপদেষ্টা আপাতত ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস করবেন
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী  
গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০
ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ থেকে
দাঁড়িয়ে থাকা করমিনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
জাহাজে ৭ খুন: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকেরা  
জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত: আইএসপিআর